নোয়াখালীতে সরকারি চালসহ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

নোয়াখালী সেনবাগ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ বস্তা চাল ও তিনটি খালি বস্তাসহ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2020, 07:26 PM
Updated : 21 April 2020, 07:26 PM
মঙ্গলবার সন্ধ্যায় সহকারী কমিশনার ক্ষেমালিকা চাকমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত নবীপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

আটকৃতরা হলেন, খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান সাজু এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ঈসমাইল হোসেন খাঁন।

এ ব্যাপারে উপজেলা খাদ্য কর্মকর্তা অসন্ত কুমার চাকমা বাদী হয়ে দ্রুত বিচার আইনে থানায় মামলা করেছেন।

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম মজুমদার জানান, ডিলার মো. শাহজাহান সাজু ও ঈসমাইল হোসেন খাঁন পারস্পরিক যোগসাজসে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল বাইরে বিক্রি করার অভিযোগ পেয়ে রাত ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

“এ সময় নবীপুর ইউনিয়নের আটটি বাড়িতে বেশি দামে বিক্রি করা ১৫ বস্তা চাল ও সরকারি চালের তিনটি খালি বস্তার জব্দ করা হয়। এসব চাল নিয়ম অনুযায়ী হতদরিদ্র লোকজনের মাঝে ১০ টাকায় বিক্রি না করে বেশি দামে বাইরে বিক্রি করে তারা নিজেরা লাভবান হন।”

এ ঘটনায় দায়ের করা মামলায় তাদের দুজনকে গ্রেপ্তার দেখিয়ে থানা হাজতে পাঠানো হয়।

থানার ওসি আবদুল বাতেন মৃধা জানান, শাহজাহান সাজু ও ঈসমাইল হোসেনকে বুধবার আদালতে হাজির করা হবে।