শরীয়তপুরে লাশের গাড়িতে যাত্রী, ৫০ হাজার টাকা জরিমানা

শরীয়তপুরে লাশ বহনের ফ্র্রিজিং গাড়িতে করে যাত্রী বহন করায় এক চালককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2020, 10:29 AM
Updated : 20 April 2020, 10:29 AM

সাজাপ্রাপ্ত আবদুস সালামের বাড়ি মাদারীপুর জেলার আঙ্গুলকাটা এলাকায়। তবে পুলিশ কোনো যাত্রীকে ধরতে পারেনি। তারা দ্রুত পালিয়ে গেছে বলে পুলিশের ভাষ্য।

শরীয়তপুরের পালং থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম জানান, গাড়িটি ঢাকা থেকে তিনজন যাত্রী নিয়ে এসে শরীয়তপুর পৌরসভার ধানুকা এলাকায় নামিয়ে দেয়। এ সময় স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে গাড়ির চালককে ধরতে পারলেও অন্যরা পালিয়ে যান।

পরিদর্শক আশরাফুল বলেন, পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেখ মাহবুব রহমান চালক সালামকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। সালাম রাতেই জরিমানা দিয়ে ছাড়া পান। তবে গাড়িটি থানায় রয়েছে।  গাড়ির বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া অত্যন্ত ছোঁয়াচে কোভিড-১৯ থেকে রক্ষা পাওয়ার জন্য পরস্পর থেকে দূরে থাকতে বলেছে সরকার।

প্রায় সবকিছু বন্ধ করে সবাইকে ঘরে থাকতেও বলেছে সরকার। অনেক জেলা থেকে বের হওয়া এবং ঢোকা নিষিদ্ধ করা হয়েছে।

গণপরিবহন বন্ধ থাকায় দেশের বিভিন্ন এলাকায় আটকে পড়া লোকজন বিকল্প উপায়ে, রাতের আঁধারে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে। এতে কোভিড-১৯ নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে।