ঝালকাঠিতে আরও ১ জন আক্রান্ত, পুরো জেলায় ৫

নতুন করে ঝালকাঠিতে আরও একজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2020, 08:14 AM
Updated : 19 April 2020, 08:25 AM

এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা পাঁচজনে দাঁড়াল বলে ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামলকৃষ্ণ হাওলাদার জানান।

আক্রান্ত ব্যক্তির বাড়ি ঝালকাঠির শহরতলীর নতুন এলাকায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমক সিভিল সার্জন বলেন, “কয়েকদিন আগে ওই ব্যক্তির নমুনা আইইডিসিআরে পাঠানো হয়েছিল।রোববার সকালে রিপোর্টে ওই ব্যক্তির করোনাভাইরাস পজেটিভ আসে।”

ঝালকাঠির জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি (নেজারত ডেপুটি কালেক্টর) আহমেদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়েকদিন আগে স্থানীয়দের কাছে ওই ব্যক্তির অসুস্থতার খবর পেয়ে তার বাড়িতে গিয়ে তার নমুনা সংগ্রহ করা হয়।সেই সময় তার মধ্যে করোনাভাইরাসের লক্ষণ দেখে তার বাড়িটি অবরুদ্ধ করে দেওয়া হয়েছিল।”

গত ১১ এপ্রিল ঝালকাঠি সদর উপজেলায় প্রথমবার একই পরিবারের তিনজনের দেহে করোনাভাইরাস আক্রান্ত বলে শনাক্ত হয়। ওই পরিবারের বাড়িতে যাতায়াত করা এক ইউপি সদস্যের শরীরেও পরে এ রোগের সংক্রমণ ধরা পড়ে। ১৭ এপ্রিল ঝালকাঠি সদর উপজেলাকে অবরুদ্ধ ঘোষণা করা হয়।