বরিশালে ৩ চিকিৎসক আক্রান্ত

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তিন চিকিৎসকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে; যাদের দু’জনই ইন্টার্ন চিকিৎসক।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2020, 05:43 PM
Updated : 18 April 2020, 05:43 PM

শনিবার রাত সাড়ে ১০টায় এ তথ্য জানিয়েছেন বরিশাল করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

তিনি জানান, শের-ই বাংলা মেডিকেল কলেজের হাবিবুর রহমান ছাত্রাবাসের এক ছাত্রের করোনাভাইরাস শনাক্ত হয় শুক্রবার। শনিবার সকালে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

“ওই ছাত্রাবাসে ইন্টার্ন চিকিৎসকদেরও বসবাস। তাই মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ আক্রান্ত ছাত্রের রুমমেটসহ ১৭ জন ইন্টার্ন ও মেডিকেল অফিসারের (চিকিৎসক) নমুনা সমগ্র করে পিসিআর ল্যাবে পাঠায়। রাতে পরীক্ষায় শুক্রবার আক্রান্ত ছাত্রের দুই রুমমেট ও এক চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে।”

হাবিবুর রহমান ছাত্রাবাসের সবাইকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানিয়েছেন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অসীত ভূষণ দাস।