ফেনীতে প্রথম রোগী শনাক্ত

ফেনীতে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

করোনাভাইরাস, coronaবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2020, 11:33 PM
Updated : 16 April 2020, 11:33 PM

বৃহস্পতিবার রাতে জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানান, ২৮ বছর বয়সী ওই যুবক ঢাকার মিরপুরের এক কোম্পানিতে চাকরি করেন।

তিনি ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের পশ্চিম মধুগ্রামের বাসিন্দা।

ডা. সাজ্জাদ হোসেন জানান, গত ২৫ মার্চ ওই যুবক ঢাকা থেকে ফেনীর ছাগলনাইয়ায় তার গ্রামে আসেন। জ্বর-শ্বাসকষ্ট দেখা দিলে ১৪ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামের বিআইটিআইডি-তে পাঠানো হয়।

“বৃহস্পতিবার রাতে ওই নমুনা পরীক্ষার ফল ‘পজেটিভ’ রিপোর্ট আছে।”

সিভিল সার্জন আরো জানান, ওই যুবক ফেনীতে প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি।

তিনি জানান, রোগীর অবস্থা দেখে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে তার পরিবারের অন্যান্য সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।

জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান বলেন, ওই রোগীকে স্বাস্থ্য বিভাগ আইসোলেশনে এনে চিকিৎসা দেওয়া হবে। পরিস্থিতি বিবেচনায় গ্রামটি লকডাউন করা হতে পারে।