দিনাজপুরে প্রথম দফায় সাত জন শনাক্ত

দিনাজপুরে সাত জনের শরীরে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 April 2020, 03:40 PM
Updated : 14 April 2020, 03:44 PM

মঙ্গলবার সন্ধ্যায় তাদের নমুনার ফলাফল আসে বলে জানিয়ে দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস বলেন, এরাই দিনাজপুরে প্রথম শনাক্ত রোগী।

আক্রান্তদের মধ্যে সদরে তিন জন, নবাবগঞ্জ উপজেলায় তিন জন এবং ফুলবাড়ী উপজেলায় একজন রয়েছেন।

দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, সদরে আক্রান্ত তিন জনের মধ্যে দুইজন আদিবাসী স্বামী-স্ত্রী, তারা নারায়ণগঞ্জ থেকে এসেছেন এবং একজন গাজিপুর থেকে এসেছেন।

নবাবগঞ্জের আক্রান্তদের দুই জন ঢাকা থেকে এবং একজন স্থানীয়। ফুলবাড়ী উপজেলার আক্রান্ত ব্যক্তি নারায়ণগঞ্জ থেকে এসেছেন বলে জানান তিনি। 

সদরের তিন জনের মধ্যে আদিবাসী দুইজনের বাড়ি দিনাজপুর শহরের গোয়ালপাড়ায় এবং অপরজনের বাড়ি গোয়ালপাড়া সংলগ্ন নয়নপুরে। নবাবগঞ্জের তিন জনের বাড়ি শালদিঘী, কচুয়া এবং গোলাপঞ্জ গ্রাম। ফুলবাড়ীর আক্রান্ত ব্যক্তির বাড়ি দৌলতপুরে বলেন তিনি। 

সিভিল সার্জন বলেন, “আক্রান্তদের হোম কোয়ারেন্টিনে থেকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আনা হবে। একই সাথে আক্রান্ত এলাকার নির্দিষ্ট স্থানে লকডাউনের বিষয়ে প্রশাসনিক জরুরি বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ”