করোনাভাইরাস: কেরানীগঞ্জে চিকিৎসাধীন বৃদ্ধের মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত ৮০ বছরের এক বৃদ্ধ হাসপাতালে চিকৎসাধীন অবস্থায় মারা গেছেন।

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 April 2020, 03:03 PM
Updated : 14 April 2020, 03:03 PM

মঙ্গলবার রাত ৮টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন এ তথ্য জানান।

নিহত ওই বৃদ্ধ উপজেলার শুভাঢ্যা ইউনিয়নের বাসিন্দা।

এছাড়া ৪৫ বছর বয়সী আরো এক রোগী শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে চব্বিশজন। নতুন আক্রান্ত ব্যক্তিও শুভাঢ্যা ইউনিয়নের।

স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোবারক বলেন, “ওই বদ্ধ কয়েকদিন আগে করোনাভাইরাস সংক্রমিত হলে তাকে চিকিৎসার জন্য রাজধানীর উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।”

“এছাড়াও আজ বিকেলে পরীক্ষার ফলাফলের মাধ্যমে আমরা নতুন করে আরো একব্যক্তির শরীরে সংক্রমণ পেয়েছি। চিকিৎসার জন্য তাকেও কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।”

ইতোমধ্যে আক্রান্ত নতুন ব্যক্তির স্বজনদের সঙ্গে দেখা করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে তাদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এ উপজেলায় গত রোববার থেকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ১০ দিনে বিভিন্ন এলাকায় চব্বিশজন আক্রান্ত ও একজনের মৃত্যু হয়েছে বলে জানান ডা. মোবারক।

কেরানীগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিনদিন বৃদ্ধি পাওয়ায় সংক্রমণের ঝুঁকি এড়াতে পাঁচটি ইউনিয়ন অবরুদ্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। যার মধ্যে ওই শুভাঢ্যা ইউনিয়ন রয়েছে।