হবিগঞ্জে ‘প্রথম’ করোনাভাইরাসের রোগী শনাক্ত

হবিগঞ্জে এক ব্যক্তির করোনাভাইরাস শনাক্ত হয়েছে, যিনি জেলায় প্রথম এই রোগে আক্রান্ত বলে জেলা প্রশাসন জানিয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 April 2020, 10:34 AM
Updated : 11 April 2020, 10:34 AM

শনিবার ডেপুটি সিভিল সার্জন মুখলেছুর রহমান উজ্বল বলেন, সকালে ঢাকার আইইডিসিআর থেকে আসা রিপোর্টে এক ব্যক্তির করোনাভাইরাস পজিটিভ পাওয়া যায়।

তিনি আরও জানান, গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জ থেকে হবিগঞ্জে আসার পথে চেকপোস্ট থেকে পুলিশ গাড়িসহ বেশ কয়েকজন শ্রমিককে আটক করে হাসপাতালে নিয়ে আসে। পরে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়।

“এর মধ্যে একজনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।”

এছাড়াও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নারায়ণগঞ্জফেরত ১৬ তাবলীগ সদস্যসহ মোট ৩৬ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন বলেও জানান তিনি।

জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, “জেলায় এই প্রথম করোনাভাইরাস আক্রান্ত একজন শনাক্ত হলো। আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। হবিগঞ্জ জেলায় প্রবেশে করাকড়ি করা হয়েছে। প্রতিটি স্থানে চেকপোস্ট বসানো হয়েছে।”

তিনি বলেন, করোনায় আক্রান্ত এই রোগী শ্রমিকদের নিয়ে আসা ট্রাকটির চালক। করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা পুলিশকেও কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।