নরসিংদী জেলাকে অবরুদ্ধ ঘোষণা

করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় নরসিংদী জেলাকে অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 April 2020, 01:16 PM
Updated : 8 April 2020, 01:16 PM

বুধবার জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এ ঘোষণা দিয়েছেন।

জেলা প্রশাসক জানান, করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবেলা ও সুরক্ষার প্রয়োজনে জেলা কমিটির সিদ্ধান্তক্রমে বুধবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

“বৃহস্পতিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা কার্যকর থাকবে।”

জেলা প্রশাসক বলেন, নির্দেশনা অনুযায়ী নরসিংদী জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিয়ন্ত্রণ করা হবে। ঢাকা-সিলেট জাতীয় মহাসড়ক ব্যতীত জেলা ও উপজেলার অন্য সকল রাস্তা ও সীমানা দিয়ে ভিন্ন জেলায় যাতায়াতে প্রবেশ ও প্রস্থানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

“এ সময় সবধরনের ব্যবসা প্রতিষ্ঠান, গণজমায়েত, গণপরিবহন, দিনরাতে জনসাধারণের চলাচল বন্ধ থাকবে।”

তবে জরুরি সেবা, খাদ্যসামগ্রী সরবরাহ, ওষুধ ও চিকিৎসা এই ঘোষণার আওতাবহির্ভূত থাকবে এবং এ আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

নরসিংদীর সিভিল সার্জন জহিরুল ইসলাম টিটন বলেন, জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনজন। হোম কোয়ারেন্টিনে আছেন ২২১ জন। কোনো মৃত্যু নেই।