মাগুরায় সন্দেহভাজনকে আইসোলেশনে ভর্তি

মাগুরায় করোনাভাইরাস সন্দেহে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে একজনকে পাঠানো হয়েছে; তিনিই এ হাসপাতালের এ ধরণের প্রথম রোগী।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 April 2020, 05:58 PM
Updated : 2 April 2020, 06:04 PM

বৃহস্পতিবার সকালে ভর্তির পর দুপুরে তাকে হাসপাতালের আইসোলেশনে রাখা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মকছেদুল মোমিন বলেন, “করোনাভাইরাস লক্ষণ জ্বর, কাশি ও শ্বাসকষ্ট থাকায় তাকে হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।

“তার পরীক্ষার ফলাফল পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।”

হাসপাতালের চিকিৎসকরা তার চিকিৎসা অব্যাহত রেখেছেন বলে জানান তিনি।

৪৮ বছর বয়সী এ কৃষক বেশ কিছুদিন ধরে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছেন বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।