করোনাভাইরাসের উপসর্গ নিয়ে লক্ষ্মীপুরে একজনের মৃত্যু, ১৫ পরিবার লকডাউনে

লক্ষ্মীপুর সদর হাসপাতালে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে এক ব্যক্তি গেছেন। তার বাড়ির ১৫ পরিবারকে লকডাউন করেছে প্রশাসন।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 April 2020, 09:04 AM
Updated : 2 April 2020, 09:19 AM

জেলা সিভিল সার্জন গাফফার জানান, ৭০ বছর বয়সী ওই ব্যক্তি বুধবার রাতে হাসপাতালে ভর্তির পরই মারা যান। 

তার বাড়ি সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে। লকডাউনের পর তার বাড়ির সামনে পুলিশ পাাহারা বসানো হয়েছে।

সিভিল সার্জন বলেন, “ওই ব্যক্তি জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন। আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন। তার বাড়িতে দুইজন ইতালী ফেরত প্রবাসী রয়েছেন।”

বৃহস্পতিবার সকালে ওই ব্যক্তিকে পারিবারিক কবরস্থানে দাফন এবং তার বাড়ির ১৫ পরিবারকে লকডাউনে রাখা হয়েছে জানান তিনি।

লক্ষ্মীপুর থানার ওসি আজিজুর রহমান বলেন, ওই ব্যক্তির বাড়িতে পুলিশ পাহারা বসানো হয়েছে। বাড়ির লোকজন কেউ বের হতে বা ঢুকতে পারবে না। জরুরি কোনো কিছুর প্রয়োজন হলে পুলিশ তা পৌঁছে দেবে।

প্রতিনিধি/জেএস