সিলেটে আইসোলেশনে শ্বাসকষ্ট নিয়ে কিশোরীর মৃত্যু

সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে ভর্তির এক ঘণ্টার মধ্যে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2020, 10:50 AM
Updated : 31 March 2020, 10:50 AM

মঙ্গলবার বেলা ৩টায় ১৬ বছর বয়সী ওই কিশোরীর মৃত্যু হয় বলে জানিয়েছেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল।

নিহত কিশোরীর বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলায়।

সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল জানান, দুপুরে জ্বর, সর্দি, কাশি ও শাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন ওই কিশোরী।

“তাকে করোনাভাইরাসের আইসোলেশন সেন্টারে অক্সিজেন দিয়ে রাখা হয়েছিল। বেলা ৩টার দিকে সেখানে তার মৃত্যু হয়।”

কিশোরীর পারিবারের লোকজনকে উদ্ধৃত করে সিভিল সার্জন জানান, গত প্রায় এক মাস ধরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন তিনি।

মঙ্গলবারই তাকে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে আসা হয়।

ওই কিশোরী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি-না তা পরীক্ষা করতে নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি।

গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে জ্বর-কাশি-শ্বাসকষ্ট নিয়ে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে; যাদের অনেকের নমুনা সংগ্রহ করা হয়েছে করোনাভাইরাস আক্রান্ত ছিলেন কি-না জানার জন্য। বিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়া এ ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে এখন পর্যন্ত পাঁচজন মারা গেছেন বলে সরকারের কাছে তথ্য রয়েছে।