করোনাভাইরাস: স্বপ্নে পাওয়া ওষুধের জেরে কারাগারে পিতা-পুত্র

ময়মনসিংহে করোনাভাইরাসের প্রতিষেধক তৈরি করে কারাগারে গেছে পিতা-পুত্র।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2020, 04:02 PM
Updated : 27 March 2020, 04:16 PM

শুক্রবার সন্ধ্যায় নান্দাইল উপজেলার খামারগাও গ্রামে ওই ছেলেকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তার বাবাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

গ্রেপ্তারকৃতরা হলেন জেলার নান্দাইল উপজেলার খামারগাও গ্রামের জসিম উদ্দিন ও তার ছেলে শাহীন মিয়া।

গ্রেপ্তাকৃতদের উদ্ধৃত করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহিম সুজন বলেন, ১৫ দিন আগে দিনের বেলা স্বপ্নযোগে ‘করোনাভাইরাসে চিকিৎসার ওষুধের ফর্মুলা পান ওই দুইজন। এরপর বিভিন্ন জায়গা থেকে ওষুধ তৈরির ওসব  ওষুধের কাঁচামাল সংগ্রহ করে ওষুধ তৈরি করেন তারা।

“শুক্রবারস্থানীয় মসজিদে জুমার নামাজের সময় তাদের তৈরি ওষুধ সম্পর্কে মুসল্লিদের অবহিত করেন তারা। পরে স্থানীয় লোকজন করোনাভাইরাস প্রতিষেধকের খবর প্রশাসনকে জানায়।”

এরপর ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতে তাদের শাস্তি দেওয়া হয় বলেন ইউএনও।