কোচিং খোলা রাখায় নীলফামারীতে জরিমানা

সরকারি নির্দেশ অমান্য করে ক্লাস চালু রাখায় নীলফামারীর সৈয়দপুরে দুইটি কোচিং সেন্টারের মালিককে ছয় হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2020, 11:42 AM
Updated : 18 March 2020, 03:36 PM

বুধবার উপজেলা প্রশাসন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে।

সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়ার দারুল উলুম মোড়ের মশিউর কোচিং সেন্টারের মালিক মশিউর রহমানকে পাঁচ হাজার টাকা এবং কুন্দলের মারুফ হিসাববিজ্ঞান প্রাইভেট সেন্টারের মালিক মারুফ হোসেনকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার।

পরিমল কুমার সরকার বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সতর্কতামূলকভাবে সরকার সারাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং ও প্রাইভেট সেন্টার বন্ধ ঘোষণা করেছে।

“সেই নির্দেশ অমান্য করে ওই দুটি কোচিং সেন্টার কার্যক্রম অব্যাহত রাখায় তাদের অর্থদণ্ড দেওয়া হয়েছে। দুইজনই তাৎক্ষণিকভাবে জরিমনার নগদ অর্থ পরিশোধ করেছেন।”

বিশ্বব্যাপী করোনাভাইরাসের মহামারী রূপ ধারণ করার পরিপ্রেক্ষিতে আমাদের দেশে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি কোচিং সেন্টারও আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।