মাদক মামলার সাজা মুক্তিযুদ্ধের বই পড়া

মাদক মামলায় নয়জন তরুণকে মুক্তিযুদ্ধ ভিত্তিক বই পড়ার সাজা দিয়েছে মাগুরার এক আদালত।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2020, 02:07 PM
Updated : 9 March 2020, 02:44 PM

সোমবার মাগুরার বিচারিক হাকিম মোস্তফা পারভেজ সাজা হিসেবে তাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক চারটি বই পড়ার, দুইটি সিনেমা দেখার এবং পাঁচটি গাছ লাগানোর আদেশ দেন।

১৬ থেকে ২০ বছর বয়সী দণ্ডিত তরুণরা মাগুরা শহরের নতুন বাজার এলাকার বাসিন্দা। 

মামলার উদ্ধৃতি দিয়ে সরকারি কৌঁসুলি মোন্তাসের বিল্লা টুটুল বলেন, ২০১৬ সালের ৯ ডিসেম্বর মাগুরা পৌরসভার বাটিকাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে বাঁশ বাগানে গাঁজা বিক্রির সময় পুলিশ এদের আটক করেছিল।

টুটুল বলেন, ‘প্রবেশন’ আইনে আদালত তাদের তিন মাসের সাজা দেয় কিন্তু তাদের এ সাজা ভোগ করতে হবে না।

“এ দণ্ডিত নয়জন প্রবেশন অফিসারের তত্ত্বাবধানের থাকবেন; তাকে বাসস্থান ও জীবনযাপন সম্পর্কে জানাবেন তারা। সেবন, বিক্রি, বহনসহ মাদকের সঙ্গে কোন রকম সম্পর্ক রাখতে পারবেন না তারা।

সৎ জীবনযাপনের পাশপাশি মুহাম্মদ জাফর ইকবালের আমার বন্ধু রাশেদ, জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি, শাহরিয়ার কবিরের একাত্তারের যিশুসহ মুক্তিযুদ্ধ ভিত্তিক চারটি বই পড়তে হবে; হাঙ্গর নদী গ্রেনেড ও ওরা ১১ জন এই দুটি সিনেমা দেখতে হবে এবং পরিবেশের প্রতি দায়িত্বশীলতা হিসেবে দুইটি করে বনজ ও তিনটি করে ফলজ গাছ লাগাতে হবে।