জয়পুরহাটে লোকালয়ে মেছোবিড়াল সদৃশ প্রাণী 

জয়পুরহাট সদরের ভারত সীমান্তঘেঁষা একটি গ্রামে মেছোবিড়াল সদশ্য একটি বন্য প্রাণীর দেখা মিলেছে।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2020, 03:45 PM
Updated : 5 March 2020, 03:45 PM

বৃহস্পতিবার এ ঘটনার পর উৎসুক জনতার ভিড়ে প্রাণীটির নিরাপত্তায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে সদর থানার চকবরকত পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিলাদুন্নবী জানান।

প্রতক্ষ্যদর্শীর উদ্ধৃতি দিয়ে পরিদর্শক মিলাদুন্নবী বলেন, দুপুরে চকবরকত ইউনিয়নের হাজীপাড়া গ্রামের কৃষক শফিকুল ইসলামের বাঁশ ঝাড়ে ঢুকে পড়ে মেছোবিড়াল সদৃশ এই প্রাণী।

“এরপর তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা ভিড় করে সেখানে। ভয়ে এক সময় ওই প্রাণী বাঁশ ঝাড়ে ঢুকে পড়ে।”

মিলাদুন্নবী জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে এই প্রাণীসহ এলাকাবাসীর নিরাপত্তায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিকালে রাজশাহী বনবিভাগে খবর দেওয়া হয়েছে।