সিরাজগঞ্জে ছিনতাই-ডাকাতির অভিযোগে গ্রেপ্তার ৬

সিরাজগঞ্জ সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ছিনতাই ও ডাকাতির অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2020, 12:49 PM
Updated : 23 Feb 2020, 12:49 PM

সদর থানার ওসি হাফিজুর রহমান জানান, সয়দাবাদ ইউনিয়নের পূর্ব মোহনপুর ও শহর রক্ষা বাঁধের হার্ডপয়েন্ট এলাকায় রোববার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন সদর উপজেলার হাট সারটিয়া গ্রামের আবুল আজিজের ছেলে আব্দুল মমিন (২১), একই গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে ফিরোজ (২১), মোহনপুর গ্রামের সিরাজ আলীর ছেলে মো. বরাত (২০), জেলা শহরের দত্তবাড়ি মহল্লার শামসু খলিফার ছেলে সুমন খলিফা (২২), একই মহল্লার রফিক মিয়ার ছেলে রাব্বি খলিফা (২০) ও বিন্দুপাড়ার আব্দুর রহিমের ছেলে প্রান্ত (১৯)।

ওসি হাফিজুর বলেন, তারা দীর্ঘদিন ধরে সয়দাবাদ-বেলকুচি আঞ্চলিক সড়ক ও রানীগ্রাম-গুণেরগাঁতি আঞ্চলিক সড়কে যানবাহন ও পথচারীদের কাছ থেকে ডাকাতি ও ছিনতাই করে আসছিলেন। শনিবার রাতে এক নারীকে ছুরি দিয়ে ভয় দেখিয়ে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।

“আটকের পর তাদের কাছ থেকে ছিনতাই হওয়া নগদ ২৩ হাজার ৫০০ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।”

এ ঘটনায় ওই নারী বাদী হয়ে মামলা করেছেন। ছয় আসামিকে রোববার দুপুরে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি হাফিজুর রহমান।