চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার নীলগাই সাফারি পার্কে

চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্ত এলাকা থেকে উদ্ধার হওয়া একটি ভারতীয় নীলগাইয়ের ঠাঁই মিলেছে গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2020, 06:22 AM
Updated : 23 Feb 2020, 06:45 AM

এর আগে শুক্রবার চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্ত এলাকা থেকে নীলগাইটি উদ্ধার করা হয়।

রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শনিবার সকালে নীলগাইটি সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে নীলগাইটি হস্তান্তর করে বলে পার্কের সহকারী বন সংরক্ষক মো. তবিবুর রহমান জানান।

তিনি বলেন, নীলগাইটিকে গলাকেটে হত্যা করার সময় স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে বিজিবি। সেসময় এর মাথায়, চোখের উপরে, শরীরের বিভিন্নস্থানে ক্ষত ছিল।

“নীল গাইটি এটি মাদি। এর মাথায়, চোখের উপরে ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষত রয়েছে। পার্কের বিশেষ পর্যবেক্ষণ কেন্দ্রে রেখে চিকিৎসা দে্ওয়া হচ্ছে। শারীরিক অবস্থা স্বাভাবিক হলে পার্কের বেষ্টনীতে দর্শনাথীদের জন্য মুক্ত করে দেওয়া হবে।”

এর বংশ বিস্তার করতে এখন পুরুষ সঙ্গী দরকার বলে জানান তবিবুর।