নারায়ণগঞ্জে কথিত বন্দুকযুদ্ধে ‘মাদক বিক্রেতা’ নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন; যাকে মাদক বিক্রেতা বলছে র‌্যাব।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2020, 06:05 AM
Updated : 21 Feb 2020, 06:31 AM

র‌্যাব-১ পূর্বাচল ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদী জানান, শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার কালনী এলাকায় র‌্যাবের চেকপোস্টে গোলাগুলির ওই ঘটনা ঘটে।  

নিহতের বয়স ৪০ বছর বলে র‌্যাব ধারণা করলেও তার নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি।

মেহেদী বলেন, র‌্যাব সদস্যরা কালনী চেকপোস্টে একটি প্রাইভেটকারকে থামার জন্য সংকেত দেয়। এ সময় প্রাইভেটকার থেকে অজ্ঞাত পরিচয় তিন ব্যক্তি র‌্যাবকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি করে।

“এ সময় একজন গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।”

ওই প্রাইভেটকারে করে মাদকের চালান পাচার করা হচ্ছিল বলে র‌্যাবের এ কর্মকর্তা জানান।

এছাড়া ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন, সাতটি গুলি, ২৯৬ বোতল ফেন্সিডিল ও পাঁচ কেজি গাঁজা উদ্ধার এবং লাশ রূপগঞ্জ থানায় হস্তান্তরের কথাও জানিয়েছে র‌্যাব।