যশোরে সোনা পাচারের দায়ে যাবজ্জীবন

যশোরে ভারতে সোনা পাচারের দায়ে নারীসহ দুইজনকে সশ্রম যাবজ্জীবন দিয়েছে আদালত।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2020, 02:26 PM
Updated : 18 Feb 2020, 02:26 PM

মঙ্গলবার যশোরের সিনিয়র জেলা জজ ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক এ রায়ে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানাও করেন।

দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন জেলার শার্শা উপজেলার দৌলতপুর পূর্বপাড়ার কাশেম আলীর স্ত্রী সফুরা খাতুন এবং ভবেরবেড় মধ্যপাড়ার ইব্রাহিমের ছেলে ইস্রাফিল হোসেন।

পাবলিক প্রসিকিউটর ইদ্রিস আলী জানান, ২০১৮ সালের ১০ আগস্ট সকালে ৪৯ বিজিবির একটি দল পুটখালী রোডের শিকড়ি বটতলার মোড়ে অভিযান চালায়। সেখান থেকে ব্যাটারিচালিত ভ্যানের দুই যাত্রী সফুরা খাতুন ও ইস্রাফিল হোসেনকে আটক করেন বিজিবি সদস্যরা।

“তল্লাশি চালিয়ে সফুরা খাতুনের পার্স থেকে একটি সোনার বার এবং ইস্রাফিলের কোমর থেকে গামছায় বাঁধা ১০টি বার উদ্ধার করা হয়। যার পরিমাণ দুই কেজি। আটক দুইজন সোনার ১১টি বার ভারতে পাচারের জন্য নিয়ে যাচ্ছিলেন।”

এ ঘটনায় বিজিবি বেনাপোল পোর্ট থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে এ রমামলা করে।