ঢাকা সিটি নির্বাচনে ‘নাশকতা ঠেকাতে সাত বিএনপি কর্মীকে’ আশুলিয়ায় আটক

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ‘নাশকতার পরিকল্পনা বৈঠক থেকে বিএনপির সাত কর্মীকে’ আশুলিয়ায় আটক করেছে পুলিশ।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2020, 03:57 AM
Updated : 1 Feb 2020, 11:22 AM

আশুলিয়া থানার এসআই সাজ্জাদুর রহমান জানান, শুক্রবার রাতে আশুলিয়ার ডেন্ডাবর নতুনপাড়া এলাকার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল মাঠে তারা বৈঠক করছিলেন।

শনিবার সকাল ৮টা থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোট চলছে। ভোট চলবে একটানা বিকাল ৪টা পর্যন্ত।

এসআই সাজ্জাদুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে নাশকতা সৃষ্টির জন্য বিএনপির নেতাকর্মীরা গোপনে পরিকল্পনা বৈঠক করছিলেন। নাশকতা ঠেকাতে পুলিশ অভিযান চালিয়ে বৈঠক থেকে বিএনপির সাত কর্মীকে আটক করে।”

আটককৃতদের নাম টিপু সুলতান ওরফে হাতকাটা টিপু, অব্দুল হামিদ, লিটন, ইসতিয়াক, আব্দুল হালিম বাবু, আরিফ খান ও রাসেল খান বলে জানালেও পুলিশ তাদের ঠিকানা বলতে পারেনি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এসআই সাজ্জাদুর।