ঝিনাইদহের সীমান্তে ৪১ হাজার ডলারসহ আটক ৩

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৪১ হাজার পাঁচশ ডলারসহ তিন ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2020, 04:01 PM
Updated : 26 Jan 2020, 04:01 PM

রোববার বিকালে তালশার বাজার থেকে তাদের আটক করা হয় বলে বিজিবির মহেশপুরের খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কামরুল আহসান জানান। 

আটকরা হলেন বাঘাডাঙ্গা গ্রামের আজিুল মন্ডলের ছেলে মতিয়ার রহমান (৪০), ভৈরবা গ্রামের  করিম বিশ্বাসের ছেলে মখলেসুর রহমান (৫৫) ও মানিকগঞ্জের সিঙ্গাইরের গোবিন্দল গ্রামের আমজাদ হোসেনের ছেলে মো. রতন মিয়া (৪০)।

কর্নেল কামরুল আহসান জানান, গোয়েন্দা সুত্রে খবর পেয়ে বিজিবির একটি টহল দল বাঘডাঙ্গা সীমান্ত এলাকায় অভিযানে যায়। তাদের পৌঁছানোর আগেই রতন ও মখলেস একটি সোনার চালান মতিয়ারের কাছে পৌঁছে  দিয়ে দাম বাবদ ৪১ হাজার ৫শ ডলার গ্রহণ করে।  

“এ সময় মতির সহযোগী রজিব সোনার চালান (৬টি সোনার বিস্কুট) নিয়ে পালিয়ে যায়।”

কর্নেল কামরুল বলেন, বিজিবি তালশার বাজার থেকে রতন ও মখলেসকে আটক করে এবং রতনের কাছ থেকে ১০ হাজার ডলার ও ৪ হাজার টাকা উদ্ধার করে। পরে ভৈরবার মখলেস এর বাড়ি থেকে আরও ৩১ হাজার ৫শ ডলার উদ্ধার করা হয়। 

তিনি আরও জানান, তাদের দেওয়া তথ্য ও মোবাইলের কললিস্ট ধরে মতিয়ারের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। উদ্ধার করা হয় ৮৯ হাজার টাকা ৮৪০ টাকা।