ফেনীতে ভুয়া চিকিৎসককে সাজা

ফেনীর পরশুরামে মহিদুল ইসলাম নামে এক ভুয়া দন্ত চিকিৎসককে সাজা দিয়ে তার ক্লিনিকটি সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

নাজমুল হক শামীম ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2020, 10:19 AM
Updated : 15 Jan 2020, 10:19 AM

বুধবার দুপুরে পরশুরাম বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসককে পাঁচ দিনের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জারিমানা করে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নু এমং মারমা।

সাজাপ্রাপ্ত মহিদুল ইসলাম পরশুরাম পৌর এলাকার সলিয়া গ্রামের আবুল খায়েরের ছেলে।

নু এমং মারমা জানান, পরশুরাম বাজারের উত্তর অংশে একটি দোকানে ডেন্টাল ক্লিনিক সাইনবোর্ড ঝুলিয়ে নিজেকে ‘ডেন্টাল সার্জন’ চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে রোগীদের সাথে প্রতারণা করে আসছিল মহিদুল ইসলাম। এমন তথ্যের ভিত্তিতে বুধবার দুপুরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

“এ সময় মহিদুল ইসলাম ডেন্টাল পাশের কোন সনদ এবং এর সংশ্লিষ্ট কোন কাগজপত্র দেখাতে না পারায় তাকে পাঁচ দিনের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

“একই সাথে মহিদুল ইসলামের পরিচালিত ডেন্টাল ক্লিনিকটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে।”

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইন্দ্রোজিত ঘোষসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।