ঝালকাঠিতে চাঁদাবাজির মামলায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৬

ঝালকাঠিতে চাঁদাবাজির মামলায় এক ছাত্রলীগ নেতাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2020, 08:09 AM
Updated : 15 Jan 2020, 10:17 AM

এরা হলেন- ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম অপু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাদিসুর রহমান মিলন এবং ছাত্রলীগ কর্মী সাইফুল ইসলাম সোহাগ,পলাশ দাশ, মামুন খান ও মামুনুর রশিদ ওরফে কঠিন মামুন।

মামলার বরাতে ঝালকাঠি সদর থানার ওসি মো. খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা শহরের বিকনা এলাকার কামাল হোসেন হাওলাদার নামের এক ঠিকাদারের কাছে মাসিক ৫০ হাজার টাকা চাঁদার দাবি করে আসছিলেন মিলন।

“পরে কামাল ঘটনাটি স্থানীয়দের জানায়।এতে মিলন ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে গত ৫ জানুয়ারি কামালকে মারধর করে।এ ঘটনায় মিলনসহ ছয়জনের বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ করেন কামাল।“

ওসি বলেন, “ওই অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার রাতে শহরের ডাক্তারপট্টি এলাকায় মিলনের বাসায় অভিযান চালানো হয়। এ সময় ১১টি দেশীয় ধারালো রামদা ও চারটি পাইপগানসহ মিলনসহ চারজনকে আটক হয়।পরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান করে অপর দুই আটক করে পুলিশ।”