খাগড়াছড়ির পানছড়িতে বাজার বয়কট পালিত

ইউপিডিএফ কর্মী পরেশ ত্রিপুরা হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির পানছড়ি বাজারে ‘বয়কট’ কর্মসূচি পালিত হয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2020, 11:18 AM
Updated : 12 Jan 2020, 11:25 AM

রোববার সাপ্তাহিক হাটে এ কারণে পাহাড়ি ক্রেতা ও বিক্রেতাদের কম উপস্থিতি দেখা গেছে।

পানছড়ি বাজারের ব্যবসায়ীরা জানান, প্রসিত খীসার নেতৃত্বধীন আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ-র ডাকা হাট বাজার বর্জনে সাধারণ পাহাড়িরা ভয়ে বাজারে আসেনি।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাজার ও বিভিন্ন সড়কে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।

পানছড়ি থানার ওসি নুরুল আলম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাজার এলাকাসহ উপজেলার বিভিন্ন সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

“বাজারে আসা না আসার বিষয়টি ক্রেতা ও বিক্রেতার ব্যক্তিগত ব্যাপার।”

গত শুক্রবার রাতে গুলিতে নিহত হন ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) কর্মী পরেশ ত্রিপুরা ওরফে মহেন্দ্র। এ ঘটনার প্রতিবাদে সোমবার পানছড়ি উপজেলায় আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচিও দিয়েছে ইউপিডিএফ।