‘এক লাখ টাকা ঘুষ’ নেওয়ার সময় খুলনায় খাদ্য কর্মকর্তা আটক

এক লাখ টাকা ঘুষ নেওয়ার সময় খুলনার ডুমুরিয়া উপজেলা খাদ্য কর্মকর্তাকে আটক করা হয়েছে বলে দুদক জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদকও খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Jan 2020, 10:54 AM
Updated : 9 Jan 2020, 02:09 PM

খুলনা দুদকের সহকারী পরিচালক শাওন মিয়া বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মো. ইলিয়াস হোসেন নামে এই কর্মকর্তাকে তারা আটক করেন।

তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ করেছেন উপজেলার আঠারমাইল বাজার এলাকার এম এম জামান অটো রাইস অ্যান্ড প্রসেসিং মিলসের মালিক মো. কামরুজ্জামান সরকার।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কামরুজ্জামান সরকারের খাদ্যগুদামে চাল সরবরাহ করে থাকেন।

“কামরুজ্জামান দুদকে অভিযোগ করেন, সরকারের এ খাদ্য গুদামে চাল সরবরাহ করলে ডুমুরিয়া খাদ্য গুদামের পরিদর্শক ইলিয়াস হোসেনকে প্রতি কেজি চালের জন্য তিন টাকা ঘুষ দিতে হয়, তা না হলে তিনি চাল গ্রহণ করেন না।”

জনসংযোগ কর্মকর্তা বলেন, কার্যাদেশ পেয়ে কামরুজ্জামান গত বোরো মৌসুমে ৯০০ মেট্রিকটন ধান থেকে চাল তৈরি করে সরবরাহ করেন। চালের বিল চাইতে গেলে খাদ্য পরিদর্শক ইলিয়াস সাড়ে সাত লাখ টাকা ঘুষ দাবি করেন কিন্তু ঘুষ না দেওয়ার কারণে তিনি দীর্ঘদিন ধরে এ বিল ছাড় করেননি বলে অভিযোগ রয়েছে।

“এক লাখ টাকা ঘুষ নেওয়ার সময় ইলিয়াস হোসেনকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”