মাদারীপু‌রে শিশু সাংবা‌দিক‌দের কর্মশালা শুরু

মাদারীপুরে সাংবাদিকতার মৌলিক বিষয়গুলো নিয়ে শিশু সাংবাদিকদের দুই দিনের কর্মশালা শুরু হয়েছে।

মাদারীপুর প্র‌তি‌নি‌ধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Dec 2019, 07:18 AM
Updated : 25 Dec 2019, 09:21 AM

বুধবার সকাল ১০টায় মাদারীপুর জেলা সাংবা‌দিক কল্যাণ সমি‌তির হলরুমে কর্মশালার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফু‌দ্দিন গিয়াস।

‘বলব আমাদের কথা’ শ্লোগানে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এই আয়োজনে ২০ জন শিশু সাংবাদিক অংশ নেয়।

শিশুদের জন্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশেষায়িত ওয়েবসাইট হ্যালোর আয়োজনে ইউনিসেফের সহযোগিতায় দুদিনের এই কর্মশালা শেষ হবে বৃহস্পতিবার।

কর্মশালায় অংশগ্রহণকারী শিশু সাংবা‌দিকদের প্র‌শিক্ষক হিসেবে রয়েছেন বি‌ডি‌নিউজ টোয়েন্টিফোর ডটকমের নিজস্ব প্র‌তিবেদক পিয়াস তালুকদার ও স্থানীয় কয়েকজন রিসোর্চ পারসন।

‌অনুষ্ঠা‌নে শিশু সাংবা‌দিক‌দের উদ্দেশে মাদারীপু‌রের সি‌নিয়র সাংবা‌দিক গোলাম মা‌ওলা আকন্দ ব‌লেন, “তোমা‌দের সৌভাগ্য যে তোমরা এত কম বয়‌সে প্র‌শিক্ষ‌ণের সু‌যোগ পাচ্ছ। অথচ আ‌মি যখন সাংবা‌দিকতায় আ‌সি এমন প্র‌শিক্ষ‌ণের সু‌যোগ পাই‌নি। আ‌মি বা আমার মত অ‌নে‌কেই খব‌রের কাগজ প‌ড়ে লিখ‌তে শি‌খে‌ছি।”

তিনি এই শিশু সাংবাদিকদের প্র‌শিক্ষণ কা‌জে লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে শু‌ভেচ্ছা বক্ত‌ব্যে বি‌ডি‌নিউজ টোয়ে‌ন্টি‌ফো‌র ডটকমের সাংবা‌দিক রিপনচন্দ্র ম‌ল্লিক ব‌লেন, “এই  প্র‌শিকক্ষণ তোমা‌দের চিন্তার আকাশ‌কে আ‌রও বিস্তৃ‌ত করবে। তোমরা আ‌রও বে‌শি আ‌লো‌কিত মানুষ হ‌য়ে উঠ‌তে প্রেরণা পাবে। ”

বি‌ডি‌নিউজ টোয়েন্টিফোর ডটকমের মাদারীপুর জেলা প্র‌তি‌নি‌ধি রিপনচন্দ্র মল্লিকের সভাপ‌তিত্বে উদ্বোধনী অনুষ্ঠা‌নে বিশেষ অ‌তি‌থি ছিলেন জেলা সাংবাদিক কল্যাণ স‌মি‌তির সভাপতি গোলাম মাওলা আকন্দ, সহ-সভাপ‌তি শ‌ফিক স্বপন, সাধারণ সম্পাদক এম. আর. মুর্তজা।

অনুষ্ঠান‌টি উপস্থাপ‌ন করেছেন স্থানীয় সাংবাদিক সাগর হোসেন তা‌মি‌ম।