পুলিশকে লাঞ্ছিত করার মামলায় নারায়ণগঞ্জে ২ বিএনপি নেতা আটক

পুলিশকে লাঞ্ছিত করার মামলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ ও মহানগরের সাধারণ সম্পাদক এটিএম কামালকে আটক করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2019, 05:28 AM
Updated : 17 Dec 2019, 05:28 AM

নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত ওসি আসাদুজ্জামান জানান, সোমবার রাতে ডিসেম্বর রাত ১টার দিকে তাদেরকে বাসা থেকে আটক করা হয়।

কামালের বাড়ি শহরের মিশন পাড়া এলাকায় এবং মামুনের বাসা সিদ্ধিরগঞ্জে।

ওসি বলেন, সোমবার সকালে শহরে বিজয় দিবসের র‍্যালিতে বিএনপির নেতা-কর্মীরা কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শ্লোগান দেয়।

“এ সময় পুলিশ তাদের বাঁধা দিলে বিএনপির নেতাকর্মীরা সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীনসহ পুলিশের আরেক এসআইকে লাঞ্ছিত করে। এ ঘটনার সময় চার নেতা-কর্মীকে আটক করে পুলিশ। ”

এ পুলিশ কর্মকর্তা বলেন, পুলিশকে লাঞ্চিত করার অভিযোগে ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০০ জনকে আসামি করে নাশকতা, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।

“পরে এ মামলায় পুলিশ বিএনপি নেতা কামল ও মামুনকে অভিযান চালিয়ে আটক করে।“