নারায়ণগঞ্জে দুই বাসের ধাক্কায় ছিটকে পড়ে মা ও শিশু নিহত

নারায়ণগঞ্জে দুই বাসের সংঘর্ষে বাস থেকে সড়কে ছিটকে পড়ে শিশুপুত্রসহ এক মা নিহত হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2019, 09:34 AM
Updated : 11 Dec 2019, 09:34 AM

বুধবার দুপুরে কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি মোজাফ্ফর হোসেন জানান, গত রাতে ঢাকা সিলেট মহাসড়কের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের শিমুলিয়া থেকে তাদের লাশ উদ্ধার করে নারাণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন, মানছুরা আক্তার (২৪) ও তার ছেলে আসিফ (৪)। মানছুরা রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকার জাহাঙ্গীর এর স্ত্রী।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে উল্লেখ করে ওসি বলেন, “দুই বাসের মধ্যে প্রতিযোগিতা করতে গিয়ে এক বাসের সাথে আরেক বাসের সংঘর্ষ বাধে। এতে বাস থেকে নামার সময় ছিটকে পড়ে গিয়ে মা ও শিশু নিহত হয়।”

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়,  মঙ্গলবার রাতে নরসিংদী থেকে একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। শিমুলিয়ার কাছাকাছি এলে নরসিংদী থেকে আসা মানছুরা শিশুসহ নামার জন্য বাসের দরজায় অপেক্ষ করছিলেন।

শিমুলিয়া বাসস্ট্যন্ডে আসার প্রায় একশ গজ আগে বিপরীত দিক থেকে যাওয়া ঢাকা থেকে সিলেটগামী দ্রুতগতির একটি বাস তাদের বাসটিকে ধাক্কা দেয়। ধাক্কায় শিশুসহ মানছুরা মহাসড়কে পড়ে তাদের বাসের পেছনের চাকার নিচে চাপা পড়েন।

স্থানীয় লোকজন আহত অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পরপরই বাস দুইটি  দ্রুত পালিয়ে যায় বলে জানায় পুলিশ।