ময়মনসিংহ থেকে সব রুটে বাস চলাচল শুরু

এক দিন বন্ধ থাকার পর ময়মনসিংহ থেকে সব রুটে আবার বাস চলাচল শুরু হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2019, 04:12 PM
Updated : 11 Dec 2019, 06:38 AM

সোমবার বিকাল সাড়ে ৩টা থেকে মাসকান্দা বাসস্ট্যান্ড ও পাটগুদাম টার্মিনাল থেকে সব রুটের বাস কোনো ঘোষণা ছাড়াই ছেড়ে যায়।

ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান বলেন, মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সুপারের সঙ্গে তার কার্যালয়ে পরিবহন মালিকদের বৈঠক হয়।

“বৈঠকে বিআরটিসির বাস নিয়ম অনুযায়ী চলবে বলে সিদ্ধান্ত হওয়ায় আমাদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।”

সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে মংমনসিংহের বাসমালিকরা কোনো ঘোষণা ছাড়া হঠাৎ করেই বাস বন্ধ করে দেন। এ নিয়ে ওই দিন সন্ধ্যায় জেলা প্রশাসক মিজানুর রহমানের সঙ্গে পরিবহন মালিকদের বৈঠক হলেও সমঝোতা না হওয়ায় মঙ্গলবার সারাদিন ধর্মঘট চলে।

বাস ও মিনিবাস মালিক সমিতির অভিযোগ, সরকারি নিয়ম না মেনে বিআরটিসির বাস যত্রতত্র চলাচল করায় বেসরকারি বাস তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তবে পরিবহন শ্রমিকরা বলছেন, বিআরটিসি বাস চালুর পর থেকে বেসরকারি বাসের যাত্রীসংখ্যা অনেক কমে গেছে। বিআরটিসির বাসের ভাড়া কম। যাত্রীরা বিআরটিসির বাসের প্রতি বেশি আগ্রহী। আবার বিআরটিসির বাসগুলো বেশি বড় হওয়ায় তারা একবারে অনেক যাত্রী নিয়ে যায়।