জাবিতে হামলা: রাজশাহীতে প্রতিবাদকারীদের লাঠিপেটা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলনরতদের উপর হামলায় রাজশাহীতে প্রতিবাদকারীদের লাঠিপেটা করেছে পুলিশ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2019, 04:31 PM
Updated : 5 Nov 2019, 04:31 PM

মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়কে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অন্তত সাতজন শিক্ষার্থী আহত হয়েছে বলে শিক্ষার্থীদের অভিযোগ।

মতিহার থানার ওসি হাফিজুর রহমান বলেন, আন্দোলনকারীরা সড়ক অবরোধ করেছিল। তাদের সরিয়ে দেওয়া হয়েছে। কোনো ধরনের হামলার ঘটনা ঘটেনি। কাউকে আটকও করা হয়নি। 

পুলিশের মতিহার জোনের সহকারী কমিশনার মাসুদ বলেন, আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুরের চেষ্টা চালাচ্ছিল। তাই তাদের সরিয়ে দেওয়া হয়েছে।

আন্দোলনকারী শিক্ষার্থী আব্দুল মজিদ অন্তর সাংবাদিকদের বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদ জানাতে গিয়েছিলাম। আমরা সড়ক অবরোধ করামাত্রই পুলিশ আমাদের উপর হামলা চালায়। আমরা কোনো ধরনের গাড়ি ভাঙচুর করিনি। তবে গাড়ি চলতে দেইনি।”

এর আগে বিকাল ৫টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করের শিক্ষার্থীরা।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ‘সন্ত্রাস ও দুর্নীতি বিরোধী শিক্ষক সমাজ’ একাত্মতা প্রকাশ করে। সেখানে ১৫ জনের মতো শিক্ষক দেখা যায়।

মানববন্ধনে আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক বিশ্বজিৎ চন্দ বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভিসিবিরোধী আন্দোলনে সরকারের মদদপুষ্ট সন্ত্রাসীরা হামলা চালিয়ে ৩৫ জনকে আহত করেছে। এমনকি তারা জাতির বিবেক শিক্ষকদের গায়েও হাত দিয়েছে। তারা কিসের ছাত্র? ছাত্রলীগ বাদ দিয়ে তারা শুধু লীগ নাম রাখুক। তাদের কারণে পুরো ছাত্রসমাজ এ কলঙ্কের দায়ভার নেবে না।

“আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালযের ভিসির অপসারণ চাই।  আমরা সকল অনিয়মের বিরুদ্ধে কথা বলব এবং এ ন্যক্কারজনক ঘটনার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।”

মানববন্ধনে শিক্ষার্থীরা ছাত্রলীগের এ হামলার তীব্র সমালোচনা করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, “আমি ওই সময় ওখানে ছিলাম না। পরে গিয়ে মহাসড়ক ফাঁকা পেয়েছি। শুনেছি ছাত্ররা বসার পর পুলিশ তাদের সরিয়ে দিয়েছে। এখানে হামলার কোনো ঘটনা ঘটেনি। হয়ত একটু ধাক্কাধাক্কি হয়েছে।”

দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলা চালায় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় আটজন শিক্ষক, সাংবাদিকসহ অন্তত ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।