নারায়ণগঞ্জে ভবন ধস: নিখোঁজ শিশুর সন্ধানে তল্লাশি দ্বিতীয় দিনে

নারায়ণগঞ্জে নির্মাণাধীন একটি চারতলা ভবন ধসে নিখোঁজ শিশুর খোঁজে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Nov 2019, 07:47 AM
Updated : 4 Nov 2019, 08:18 AM

সোমবার সকাল ৯টা থেকে শহরের এক নম্বর বাবুরাইল এলাকায় ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

রোববার বিকালে বাবুরাইল এলাকায় নির্মাণাধীন চারতলা ভবন কাত হয়ে খালের পড়ার ঘটনায় নিখোঁজ ওয়াহিদ (১২) শহরের বাংলা বাজার মুদি ব্যবসায়ী রুবেল মিয়ার ছেলে। সে কাশিপুর উজির আলী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

এ ঘটনায় ঘটনাস্থলেই ভবনের নিচে চাপা পড়ে একজনের মৃত্যু হয় এবং আরও ছয়জন আহত হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ অফিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন বলেন, “নিখোঁজ শিশুটির সন্ধানে ওই ভবন কেটে ভেতরে ঢুকে তল্লাশি চালানো হয়েছে, কিন্তু পাওয়া যায়নি।

“ভবনের নিচে চাপা পড়ে আছে কি-না তা দেখা হচ্ছে।“

সিটি করপোরেশনকে ভেকু আনতে বলা হয়েছে। ভেকু দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে নিলে বিষয়টি পরিষ্কার হবে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।  

তিনি বলেন, “বিল্ডিং কোড না মেনে ‘অপরিকল্পিতভাবে‘ খালের পাড়ে নির্মাণ করার কারণে ভবনটি ধসে পড়ে বলে ধারণা করা হচ্ছে।” 

নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক বলেন, নিখোঁজের খোঁজে উদ্ধার কাজ চালানো হচ্ছে। উদ্ধার না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।