নারায়ণগঞ্জে ভবন ধসে খালে, স্কুলছাত্র নিহত

নারায়ণগঞ্জ শহরে নির্মাণাধীন একটি চারতলা ভবন ধসে এক স্কুলছাত্র নিহত হয়েছে; আহত হয়েছে আরও ছয়জন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Nov 2019, 01:12 PM
Updated : 3 Nov 2019, 03:55 PM

এছাড়া এক শিশু নিখোঁজ রয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

রোববার বিকাল ৪টার দিকে এক নম্বর বাবুরাইল এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন।

নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকায় বুধবার নির্মাণাধীন একটি চারতলা ভবন ধসে পড়ে, এতে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

নিহত সোহেল (১২) হাজী উজির আলী স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। এছাড়া তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

আহতদের উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিখোঁজ শিশু ওয়াজিদের (১২) খোঁজে উদ্ধার অভিযান চলছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন বলেন, এই ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল সেখানে উদ্ধার কাজ শুরু করেছে।

নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকায় বুধবার নির্মাণাধীন একটি চারতলা ভবন ধসে পড়ে, এতে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, বিকাল ৪টার দিকে শহরের এক নম্বর বাবুরাইল এলাকায় নির্মাণাধীন একটি চারতলা ভবন বিকট শব্দে ধসে কাত হয়ে খালের উপর পড়ে যায়।

“এতে ঘটনাস্থলেই ভবনের নিচে চাপা পড়ে একজনের মৃত্যু হয়। আহত হয়েছে আরও ছয়জন।”

তিনি বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় ওয়াজিদ নামে এক শিশু নিখোঁজ রয়েছে। তার খোঁজে উদ্ধার কাজ চালানো হচ্ছে।

জেলা প্রশাসক জসিম উদ্দিনসহ জেলা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।