নুসরাত হত্যার রায়: ডেথ রেফারেন্স গেল উচ্চ আদালতে

ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স উচ্চ আদালতে জমা দেওয়ার জন্য পাঠানো হয়েছে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2019, 10:46 AM
Updated : 29 Oct 2019, 10:46 AM

ফেনী জজ আদালতের পিপি হাফেজ আহমেদ জানান, মঙ্গলবার দুপুরে পুলিশি নিরাপত্তায় ফেনীর নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালের অফিস সহকারী শামসুদ্দিন ডেথ রেফারেন্সের কপি নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন। এটা তিনি আপিল বিভাগের রেজিস্ট্রারের কাছে হস্তান্তর করবেন।

রায় ঘোষণার সাত কার্যদিবসের মধ্যে ডেথ রেফারেন্স অনুমোদনের জন্য উচ্চ আদালতে পাঠানোর বিধান রয়েছে।

বাদীপক্ষের আইনজীবী শাহজাহান সাজু বলেন, দায়রা আদালত মৃত্যুদণ্ডাদেশ দিলে তা কার্যকর করার জন্য উচ্চ আদালতের অনুমোদন লাগে। এ কারণে ডেথ রেফারেন্স উচ্চ আদালতে পাঠানো হয়।

ফেনীর সোনাগাজীর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাতকে পুড়িয়ে হত্যার মামলায় ওই মাদ্রাসার সাবেক অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাসহ ১৬ জনকে বৃহস্পতিবার মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া আদালত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা জরিমানা করেছে।

সিরাজ ওই মাদ্রাসার অধ্যক্ষ থাকার সময় নুসরাতকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে তার পরিবার সিরাজের বিরুদ্ধে থানায় যৌন নিপীড়নের মামলা করে। মামলা তুলে না নেওয়ায় সিরাজের হুকুমে নুসরাতকে পুড়িয়ে হত্যা করা হয়।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা (৫৭), নূর উদ্দিন (২০), শাহাদাত হোসেন শামীম (২০), পৌর কাউন্সিলর ও সোনাগাজী পৌর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আলম ওরফে মোকসুদ (৫০), সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের (২১), জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন (১৯), আব্দুল কাদের (২৫), আবছার উদ্দিন (৩৩), কামরুন নাহার মনি (১৯), উম্মে সুলতানা ওরফে পপি ওরফে সম্পা ওরফে চম্পা (১৯), আব্দুর রহিম শরীফ (২০), ইফতেখার উদ্দিন রানা (২২), ইমরান হোসেন ওরফে মামুন (২২), সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মাদ্রাসার সাবেক সহ-সভাপতি রুহুল আমিন (৫৫), মহিউদ্দিন শাকিল (২০) ও মোহাম্মদ শামীম (২০)।