টঙ্গীতে ‘প্রতারক চক্রের’ ৪ সদস্য আটক

টঙ্গীতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের চার সদস্যকে আটকের খবর জানিয়েছে র‌্যাব।

গাহীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2019, 05:18 AM
Updated : 15 Oct 2019, 05:35 AM

র‍্যাব-১ এর কমান্ডার লেফট্যানেন্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, টঙ্গীর পূর্ব থানার এরশাদ নগর ১ নম্বর বড়বাজার এলাকা থেকে সোমবার রাতে তাদের আটক করা হয়।

এলা হলেন ওই এলাকার মো. সুলতান মিয়া (৩৫), মো. স্বপন মিয়া (২৮), মো. মোন্না হোসেন (১৯) ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার মো. নাছির উদ্দিন (২৮)।

র‍্যাব কর্মকর্তা আল-মামুন বলেন, একটি ‘সংঘবদ্ধ চক্র’ ছিনতাই করার উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।

“পরে তাদের কাছ থেকে তিনটি ছুরি, অজ্ঞান কাজে ব্যবহৃত আটটি মলম, দুইটি মোবাইল ফোন ও ছিনতাইয়ের নগদ ১১ হাজার ২০০ টাকা উদ্ধার করে র‌্যাব সদস্যরা।”

র‌্যাবের এ কর্মকর্তা আরও বলেন, আটকরা গাজীপুর জেলার মলম ও অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

“তারা দীর্ঘদিন ধরে গাজীপুরসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মোটর সাইকেল আরোহীদের জিম্মি করে ছিনতাই করে আসছিল।”

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে আল-মামুন জানান।