নারায়ণগঞ্জে গৃহবধূকে গলাকেটে হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বাবার বাড়ি থেকে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।      

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2019, 07:41 AM
Updated : 9 Oct 2019, 08:26 AM

উপজেলার কলাগাছিয়া উত্তর পাড়া এলাকায় বুধবার ভোরে এ ঘটনা ঘটে বলে আড়াইহাজার থানার এসআই নাছির উদ্দিন জানান।

নিহত সালেহা বেগম ওই এলাকার হাসেন আলীর মেয়ে এবং মাদবদী খাদিম চর এলাকার আব্দুল খালেক মিয়ার ছেলে মোশারফ হোসেনের স্ত্রী।

মোশারফ ঘরজামাই থাকতেন।ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে পুলিশ জানায়।

নিহতের পরিবারের বরাতে এসআই বলেন, সালেহা ও মোশারফ দম্পতির সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।‘আর্থিক দেনদেন’ নিয়ে গত কয়েকদিন ধরে তাদের ঝগড়া চলছিল।

“এর জেরে তিনদিন আগে মোশারফ শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে যায়। ভোরে সালেহার বাবা ঘুম থেকে উঠে মেয়ের ঘরের জরজা খোলা দেখে ভেতরে গিয়ে তার লাশ পড়ে থাকতে দেখেন।”

পরে তার চিৎকারে আশপাশের লোকজন গিয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান এসআই। 

তিনি বলেন, সালেহাকে গলাকেটে হত্যার পর তার স্বামী পলিয়ে গেছে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, পুলিশ মোশারফকে গ্রেপ্তারের চেষ্টা করছে। হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।