ভারত থেকে ফেরা ২ যুবককে আটক করেছে বিজিবি

ভারত থেকে বিভিন্ন মালামাল নিয়ে ফেরা দুই বাংলাদেশি যুবককে আটক করেছে বিজিবি।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2019, 02:54 PM
Updated : 3 Oct 2019, 03:15 PM

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্ত এলাকা থেকে বৃহস্পতিবার তাদের আটক করা হয় বলে বিজিবি ও স্থানীয়রা জানিয়েছেন। 

এরা হলেন বালিয়াডাঙ্গীর আমজানখোর ইউনিয়নের রত্নাই মারাধার গ্রামের রবিন পালের ছেলে বিপুল রায় (২১) ও সুশেন পালের ছেলে রমেশ পাল (২১)।

বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আকালু

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় দুই বছর আগে অবৈধভাবে এই দুজন ভারতের হরিয়ানার পানিপথে কাজ করতে গিয়েছিল।

“বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে ফিরছিল বিপুল রায় ও রমেশ পাল। বিজিবির পাড়িয়া বিওপি ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের আটক করে।” 

পাড়িয়া বিওপি ক্যাম্পের কমান্ডার আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটক বিপুল রায় ও রমেশ পালের কাছ থেকে দুইটি স্মার্টফোন, তামাকদ্রব্য, কিছু কাপড়চোপড়, ভারতীয় বিভিন্ন ওষুধ, বেকারি পণ্য ও প্রসাধন ক্রিম জব্দ করা হয়েছে।

তাদের দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বালিয়াডাঙ্গী থানায় এবং তাদেরকে পুলিশের সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান। 

বালিয়াডাঙ্গী থানার ওসি মো. মোসাব্বেরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সীমান্তে আটক দুই যুবককে বিকালে থানায় হস্তান্তর করেছে বিজিবি। তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে। কাল শুক্রবার তাদের আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।