পিরোজপুরে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন

পিরোজপুরে সাত বছর আগের এক মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন দিয়েছে আদালত।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2019, 02:31 PM
Updated : 25 Sept 2019, 02:31 PM

পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শামসুল হক বুধবার এ রায় ঘোষণা করেন।

এছাড়া আদালত তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলে প্রত্যেককে আরও ছয় মাস কারাগারে থাকতে হবে।

সাজাপ্রাপ্তরা হলেন বালুদা গ্রামের হজরত আলীর ছেলে হাফিজুর রহমান (৩৫) ও মহিষডাঙ্গা গ্রামের হামিদুর রহমানের ছেলে মো. মাহাবুবুর রহমান (২৬)। তারা পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম মামলার নথির বরাতে জানান, ২০১২ সালের ৮ জুলাই গোয়েন্দা পুলিশের এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাদের পিরোজপুরের বেকুটিয়া ফেরিঘাট এলাকা থেকে আটক করে। তাদের কাছে পলিথিনে ভরা সাত লিটার ফেন্সিডিল ছিল।

এ ঘটনায় ওই দিনই গোয়েন্দা পুলিশের এসআই ফেরদাউস মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পিরোজপুর থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ দুইজনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দেয়।  

আইনজীবী জহিরুল বলেন, সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এই রায় দিয়েছে। আসামিরা জামিনে মুক্ত হওয়ার পর থেকে পলাতক রয়েছেন। গ্রেপ্তারের দিন থেকে তাদের সাজা শুরু হবে।