‘বজ্রপাত থেকে রক্ষায়’ নওগাঁয় তালবীজ রোপন শুরু

‘বজ্রপাত থেকে জীবন রক্ষায়’ নওগাঁয় একদল তরুণ এক লাখ তালবীজ রোপন শুরু করেছে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2019, 11:50 AM
Updated : 11 Sept 2019, 11:51 AM

মঙ্গলবার ধামইরহাট উপজেলার পিড়লডাঙ্গা এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী ও নির্বাহী অফিসার  গণপতি রায়।

স্থানীয় তরুণদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানব সেবা’র ব্যানারে এই কর্মসূচিতে সহযোগিতা করছে ধামইরহাট উপজেলা প্রশাসন।

এই সংগঠনের সভাপতি ও সদস্যরা জানান, এই কর্মসূচির মাধ্যমে মাসব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে সরকারি জায়গায়, ফাঁকা স্থানে, সড়ক ও খেলার মাঠের পাশে ‘এক লাখ তালবীজ’ রোপন করবেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও ধামইরহাট সরকারি এমএম কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সম্পাদক মেহেদী হাসান, মানব সেবার সভাপতি রাসেল মাহমুদ,অন্যান্য সদস্য মাসুদ রানা বাদল হোসেন, সুজন ও ইউসুফ আলীসহ, স্থানীয় সমাজকর্মী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।