সিরাজগঞ্জে নানিকে হত্যার পর নাতির আত্মসমর্পণ

সিরাজগঞ্জ সদরে এক বৃদ্ধাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার পর থানায় গিয়ে পুলিশের কাছে ধরা দিয়েছে তার নাতি।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Sept 2019, 04:44 PM
Updated : 9 Sept 2019, 05:44 AM

রোববার রাতে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ক্ষুদ্র শিয়ালকোল গ্রামে ওই হত্যাকাণ্ড ঘটে বলে সদর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান।

নিহত বৃদ্ধা ওয়াজেদা বেগম ওই গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী। থানায় আত্মসমর্পণ করা সিয়াম (২০) তার বড় মেয়ের ছেলে।

ওই ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে বাবার বাড়িতে থাকতেন সিয়াম। বেকার হলেও সম্প্রতি তিনি বিয়ে করেছেন। প্রায়ই তিনি নানির কাছ থেকে টাকা নিতেন বলে পুলিশকে জানিয়েছেন স্বজনরা।

পরিদর্শক রফিকুল বলেন, “রোববার সন্ধ্যায় ক্ষুদ্র শিয়ালকোলে নানির বাড়ি গিয়ে আবারও টাকা চায় সিয়াম। কিন্তু টাকা দিতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে নানিকে কুড়াল দিয়ে কুপিয়ে সেখান থেকে পালিয়ে যায় সে।”

প্রতিবেশীরা ওয়াজেদা বেগমকে রক্তাক্ত অবস্থায় সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে মারা যান ওই বৃদ্ধা।

এদিকে খবর পেয়ে পুলিশ মাঠে নামলে রাত ১১টার দিকে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন সিয়াম।

পরিদর্শক রফিকুল বলেন, “তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।”