শিশুকে গরম পানি নিক্ষেপের মামলায় ১৪ বছর কারাদণ্ড

ফুটন্ত পানি নিক্ষেপে শিশুর দেহ ঝলসানোর অপরাধে কুষ্টিয়ায় এক নারীকে ১৪ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2019, 12:28 PM
Updated : 4 Sept 2019, 12:28 PM

একই সঙ্গে তার ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়, যা অনাদায়ে তাকে আরও ছয়মাস কারাভোগ করতে হবে।

বুধবার কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডিত বালা খাতুন (৬০) ভেড়ামারা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত জবান কারিগরের স্ত্রী

মামলার নথি থেকে জানা যায়, ২০১৭ সালের ১৪ অক্টোবর বিকালে রামকৃষ্ণপুর গ্রামের প্রতিবেশী দুই বাড়ির দুই শিশু বাড়ির উঠানে খেলা করার সময় মারামারি করে। এদের একজন আসামি বালা খাতুনের নাতি এবং অপরজন প্রতিবেশী ছেলে শিশু।  

এর জের ধরে বালা খাতুন প্রতিবেশী শিশুর গায়ে চুলার উপর থেকে ফুটন্ত পানি নিক্ষেপ করেন, যার ফলে শিশুটি শরীর ঝলসে যায়।

এ ঘটনায় ওই শিশুর দাদা বাদী হয়ে ভেড়ামারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার তদন্ত শেষে আসামি বালা খাতুনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।