ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।
Published : 02 Sep 2019, 10:22 AM
পুলিশ বলছে, খলিলুর রহমান নামের ৩৭ বছর বয়সী ওই ব্যক্তি ‘আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের’ সদস্য।
রোববার রাত সোয়া ১টার দিকে ময়মনসিংহ শহরের বাদে কলপা এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল হোসেন আকন্দের ভাষ্য।
ফুলবাড়িয়া উপজেলার বাশচালা গ্রামের আব্দুল জলিলের ছেলে খলিলের বিরুদ্ধে অটোরিকশা চুরিসহ বিভিন্ন অভিযোগে থানায় দশটি মামলা থাকার তথ্য দিয়েছে পুলিশ।
ওসি বলেন, ‘আন্তঃজেলা চোর চক্রের সদস্যরা চোরাই অটোরিকশা কেনাবেচা করছে’- এমন খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল রাতে বাদে কলপা এলাকায় অভিযানে যায়।
“এ সময় চোরচক্রের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে চোরচক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় খলিলকে পড়ে থাকতে দেখা যায়।”
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক খলিলকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
তিনি বলেন, এ অভিযানে দুই পুলিশ সদস্যও সামান্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি চোরাই অটোরিকশা এবং একটি পাইপগান উদ্ধার করা হয়েছে।