দুই জেলায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু

জামালপুর ও দিনাজপুরে বজ্রপাতে দুই ভাইসহ চারজনের মৃত্যু হয়েছে।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2019, 10:45 AM
Updated : 16 August 2019, 05:08 PM

শুক্রবার সকালে ও বিকালে বজ্রপাতের এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের চেংটিমারী গ্রামের আব্দুল লতিফ মিয়ার দুই ছেলে আনোয়ারুল ইসলাম (২৫), আলামিন মিয়া (১৭), সদর উপজেলার নারায়ণপুরের আব্দুল জলিলের ছেলে সাইদুল ইসলাম (৩৫) ও দিনাজপুরে বিরল উপজেলার বেণিপুর গ্রামের মনছুর আলীর ছেলে আবু বক্কর।

জামালপুরের ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ মাসুদ বলেন, “আনোয়ার ও আলামিন বাড়ির পাশে ঝাওলার বিলে মাছ ধরতে যায়। এ সময় বজ্রপাতে তাদের শরীরের বেশির ভাগ অংশ পুড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।”

পরে স্বজনরা তাদের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় বলে জানান তিনি।

জামালপুরের নারায়ণপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আব্দুল লতিফ মিয়া জানান, শুক্রবার বিকালে বাড়ির পাশে ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে সাইদুল মারা যান।

দিনাজপুরের বিরলের পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস শুকুর বলেন, দুই ভাই জমিতে আমন ধানের চারা তুলছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই আবু বক্করের মৃত্যু হয়। তার ছোট ভাই মোতালেব আহত হলে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।