ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত শিশুর মৃত্যু

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2019, 11:50 AM
Updated : 14 August 2019, 11:50 AM

হাসপাতালের পরিচালক কামদা প্রসাদ সাহা জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে তানজিদ (৯) নামে এই শিশুটির মৃত্যু হয়।

তানজিদ ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকার ভ্যানচালক জাহিদ মোল্লার ছেলে।

তিন দিন জ্বরে ভোগার পর রোববার তাকে এই হাসপাতালে ভর্তি করা হয় বলে তার ফুপু রিনা বেগম জানান।

পরিচালক কামদা প্রসাদ বলেন, “তানজিদ তাদের মধুখালীর বাড়িতে থেকেই ডেঙ্গুতে আক্রান্ত হয়। পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”

এ নিয়ে এ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত তিনজনের মৃত্যু হল বলে তিনি জানান।

অন্য দুইজনের মধ্যে লিপি আক্তার (২৫) নামে এক গৃহবধূ গত ৯ অগাস্ট আর শারমীন (২২) নামে এক তরুণী ১ অগাস্ট মারা যান।

এ হাসপাতালে গত ২০ জুলাই থেকে বুধবার পর্যন্ত মোট ৫৭১ রোগী ভর্তি হয়েছেন জানিয়ে কামদা প্রসাদ বলেন, তিনজনের মৃত্যু ছাড়াও চিকিৎসা নিয়ে ফিরে গেছেন ২৪৬ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ১০ জনকে। অন্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

“চিকিৎসা নিতে আসা রোগীরদের মধ্যে ১৫৬ জন ফরিদপুরের বাড়িতে থেকেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।”

জেলার সিভিল সার্জন এনামুল হক জানান, গত ২০ জুলাই থেকে বুধবার পর্যন্ত ফরিদপুরের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯৭ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে বুধবার পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন ৩৭৩ জন। ঢাকায় যেতে বলা হয়েছে ১০১ জনকে। অন্যরা চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।