চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

হেরোইন রাখার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চাঁপাইনবাবগঞ্জের একটি আদালত।

চাঁপাইনবাবঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2019, 12:03 PM
Updated : 4 August 2019, 12:03 PM

একই সঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ডও করা হয়, যা অনাদায়ে তাকে আরও এক বছর বিনাশ্রম কারাভোগ করতে হবে।

রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত মোজাম্মেল হক কালু সদর উপজেলার বাররশিয়া গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা জানান, ২০১৭ সালের ২০ অক্টোবর সকালে র‌্যাব-৫ এর একটি দল বারশরিয়া গ্রামের মোজাম্মেল হক কালুর বাড়িতে অভিযান চালিয়ে ১ কেজি ৫৫০ গ্রাম হেরোইনসহ কালুকে আটক করে।

আঞ্জুমান আরা জানান, ওইদিনই র‌্যাবের এসআই মাজেদ আলী বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার পরিদর্শক আতিকুল ইসলাম ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি মোজাম্মেল হক কালুর বিরুদ্ধে অভিযোগপত্র দেন।