মাগুরায় হামলায় নারী ইউপি সদস্য আহত, আটক ১

মাগুরায় জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় তিন নারী আহত হয়েছেন, যাদের মধ্যে সন্তানসম্ভবা এক নারী ইউপি সদস্যও রয়েছেন।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2019, 12:08 PM
Updated : 30 July 2019, 12:08 PM

মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের কুলিপাড়া গ্রামে মঙ্গলবার এ হামলা হয় বলে মহম্মদপুর থানার ওসি রবিউল হোসেন জানান।

আহতরা হলেন বাবুখালী ইউনিয়ন পরিষদের সদস্য অঞ্জলি বিশ্বাস (৪০), তার কলেজ পড়ুয়া মেয়ে সুদীপ্তা বিশ্বাস (১৮) ও প্রতিবেশী মালা রানী মন্ডল (৫৫)।

সন্তানসম্ভবা অঞ্জলিকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

হাসপাতালে অঞ্জলি বিশ্বাস বলেন, পার্শ্ববর্তী চালিমিয়া গ্রামের হাফিজার ও বকশিপুরের মোহন মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের জমি নিয়ে বিরোধ চলে আসছে, যা নিয়ে আদালতে মামলাও রয়েছে।

অঞ্জলি বলেন, মঙ্গলবার সকালে তিনি বাড়িতে মুরগির খামারে খাবার দিচ্ছিলেন। এ সময় হাঠাৎ হাফিজার ও মোহনের নেতৃত্বে দেশি অস্ত্র, লাঠিসোটা নিয়ে ২৫-৩০ জন তাদের উপর হামলা চালায়।

মহম্মদপুর থানার ওসি রবিউল হোসেন বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। হামলার অভিযোগে হাফিজার সর্দার নামে একজনকে পুলিশ আটক করেছে। ইউপি সদস্য অঞ্জলি বিশ্বাস অভিযোগ দায়ের করলে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।