সাতক্ষীরায় জমির বিরোধে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত

সাতক্ষীরার তালা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজনের হামলায় এক যুবকের মৃত্যু হয়েছে বলে তার পরিবারের লোকজন জানিয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2019, 09:25 AM
Updated : 22 July 2019, 09:47 AM

তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, সোমবার সকাল ৯টার দিকে উপজেলার খেশরা ইউনিয়নের মুড়াগাছা গ্রামে এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

নিহত খালেক সরদারের (২৬) বাড়ি ওই এলাকায়।

আহত আব্দুর রাজ্জাক সরদার ও আনার চৌকিদারকে তালা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।  

নিহতের ভাই রায়হান বলেন,“গ্রামের একখণ্ড জমি নিয়ে একই এলাকার জনাব আলীর ছেলে রহমান

সরদার গংদের সঙ্গে তার ভাইয়ের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সকালে ওই জমির উপর রাস্তা তৈরি করার সময় রহমান,তার স্ত্রী হালিমা বেগম, বোন শরবানু ও নূরী বেগম বাঁশের লাঠি ও শাবল দিয়ে খালকের উপর হামলা চালায়।”

এতে খালেক সহ তিনজন আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে  খালেককে খুলনা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা। 

ওসি জানান, এ ঘটনায় নিহতের ভাইয়ের ছেলে আনোয়ার আলী সরদার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।