নারায়ণগঞ্জে ‘ছাত্রীদের ধর্ষণ’: মাদ্রাসার অধ্যক্ষ রিমান্ডে

নারায়ণগঞ্জে ১২ ছাত্রীকে ধর্ষণ, ধর্ষণের চেষ্টা ও যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার বাইতুল হুদা ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আল আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে পাঠিয়েছে আদালত।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2019, 09:59 AM
Updated : 7 July 2019, 09:59 AM

রোববার দুপুরে নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাউসার আহমেদ এ আদেশ দেন বলে আদালত পুলিশের পরিদর্শক মো: হাবিবুর রহমান জানান।

তিনি বলেন, পর্নোগ্রাফি ও ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় আল আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে বিচারক পাঁচদিন মঞ্জুর করেন।”

গত ২৭ জুন দুপুরে নারায়ণগঞ্জের সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মাহমুদপুর এলাকার বাইতুল হুদা ক্যাডেট মাদ্রাসায় অভিযান চালিয়ে অধ্যক্ষ আল আমিনকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় তার কম্পিউটার ও মোবাইল ফোন থেকে পর্নগ্রাফিক ভিডিও জব্দ করা হয়।

আল আমিন ১২ ছাত্রীকে ধর্ষণ, ধর্ষণের চেষ্টা ও যৌন হয়রানি করার কথা স্বীকার করেছেন বলে র্যাব জানিয়েছে।

এ ঘটনায় নারী ও শিশুনির্যাতন দমন আইনে ছাত্রীদের পরিবারের পক্ষ থেকে এক মা একটি এবং পর্নগ্রাফি ও ডিজিটাল নিরাপত্তা আইনে র্যাবের ডিএডি কামাল হোসেন ফতুল্লা থানয় আরেকটি মামলা দায়ের করেন।