বান্দরবানে নিখোঁজ কলেজছাত্রীর লাশও উদ্ধার

বান্দরবানের রুমা উপজেলায় ঝড়ের কবলে পড়ে পাইন্দু খালে নিখোঁজ নৌবাহিনী কর্মকর্তার পর এবার কলেজছাত্রীর লাশও পাওয়া গেছে।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2019, 05:10 PM
Updated : 1 July 2019, 05:10 PM

রুমা থানার ওসি আবুল কাশেম চৌধুরী জানান, সোমবার দুপুরে পাইন্দু খাল থেকে মেয়েটির লাশ উদ্ধার করা হয়।

জান্নাত আরা নামের ওই ছাত্রী ঢাকার গ্রীণ আর্ট কলেজের শিক্ষার্থী ছিলেন।  

এ নিয়ে শনিবারের ওই দুর্ঘটনায় নিখোঁজ দুজনের লাশই উদ্ধার করা হলো।

এর আগে সোমবার সকালে নৌবাহিনীর সাব-লেফটেন্যান্ট সাইফুল্লাহর লাশ উদ্ধার করা হয়েছে।

ওসি আবুল কাশেম চৌধুরী বলেন, কয়েকদিন আগে ঢাকা থেকে আসা ছয়জনের একটি দল তিনাপ-সাইতার নামের একটি প্রাকৃতিক ঝর্না দেখতে যায়।

“শনিবার সেখান থেকে সন্ধ্যায় ফেরার পথে রোয়াংছড়ি ও রুমা উপজেলার মাঝামাঝি পাইন্দু খাল পার হতে গিয়ে বৃষ্টির সময় নদীর প্রবল স্রোতে ভেসে নিখোঁজ হন এই দুজন।”

এরপর থেকে সেনা সদস্য, পুলিশ ও ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালায় বলে ওসি জানান।

ওসি কাশেম চৌধুরী জানান, সকালে পাইন্দু খালের আরেকটি পয়েন্ট থেকে নৌবাহিনীর সাব-লেফটেন্যান্ট সাইফুল্লাহর লাশ উদ্ধার করা হয়।

ময়না তদন্তের জন্য লাশ দুটি বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।