রিফাত হত্যা: ২ আসামির স্বীকারোক্তি, আরেকজন গ্রেপ্তার 

বরগুনায় রিফাত হত্যা মামলায় দুইজন আদালতে স্বীকারোক্তি দিয়েছেন, যাদের একজন এজাহারভুক্ত আসামি। 

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2019, 03:00 PM
Updated : 2 July 2019, 04:12 AM

বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সিরাজুল ইসলাম গাজীর আদালতে সোমবার তাদের জবানবন্দি গ্রহণ করা হয়।

এছাড়া এ মামলায় সোমবার পুলিশ আরেকজনকে গ্রেপ্তার করেছে এবং তিন আসামিকে পাঁচদিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত।

সদর থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির জানান, ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হামলার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এ দুই আসামি।

এরা হলেন রিফাত হত্যা মামলার ১১ নম্বর আসামি অলি এবং সিসি ক্যামেরার ফুটেজ দেখে আটক সন্দেহভাজন তানভীর।

জেলার পুলিশ সুপার মো. মারুফ হোসেন জানান, সন্ধ্যার পর বরগুনা শহর থেকে শ্রাবণ নামের এই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তবে তিনি এজাহারভুক্ত আসামি নন।

রিমান্ডে পাঠানো তিন আসামি হলেন মো. সাগর, কামরুল হাসান সাইমুন ও নাজমুল হাসান।

নিহত রিফাত শরীফ

পরিদর্শক হুমায়ুন কবির জানান, জ্যেষ্ঠ বিচারিক হাকিম সিরাজুল ইসলাম গাজীর আদালতে মো. সাগর ও কামরুল হাসান সাইমুনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।

“এছাড়া তিন দিনের রিমান্ড শেষ হওয়ায় নাজমুল হাসানের জন্য পুনরায় রিমান্ড চাইলে আদালত পাঁচদিন মঞ্জুর করে।”

বুধবার জেলা শহরের কলেজ রোডে রিফাত শরীফকে (২৩) স্ত্রীর সামনে কুপিয়ে জখম করে একদল লোক। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় তার বাবা দুলাল শরীফ বৃহস্পতিবার ১২ জনকে আসামি করে বরগুনা থানায় মামলা করেন।

এ হত্যা মামলায় এ পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে এজাহরভুক্ত রয়েছেন চারজন।